হার্ট অ্যাটাকে আক্রান্ত হলেও, অনেক সময় তা বুঝে উঠতে বেশ দেরি হয়ে যায়। ফলে, আর কিছুই করার থাকে না। চিকিৎসকের কাছে শুনতে হয়, আরেকটু আগে ভর্তি করালে রোগীকে হয়তো বাঁচানো যেতো। কথাটা যে তারা অকারণে বলেন, তেমনটা অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু নয়। ৪০ বছর বয়সের বেশি মানুষের ক্ষেত্রে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মৃত্যুর হারটাই সবচেয়ে বেশি। তাই সময় থাকতে সচেতন হওয়াটা অত্যন্ত জরুরি। অনেক সময় হার্ট অ্যাটাকে আক্রান্ত রোগীকে সময়মতো সঠিক হাসপাতাল ও চিকিৎসকের কাছে নিয়ে যেতে দেরি হয়ে যায়। এই হাসপাতাল থেকে বললো,...

